নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো প্রদেশে নৌকা ডুবে ৪০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ হয়েছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) স্থানীয় সময় গতকাল রবিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাডুবির কারণ হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য পান্চ’ এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে। নদীপারের এই অঞ্চলে নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতা দীর্ঘদিন ধরেই বড় ঝুঁকি তৈরি করেছে।
নেমার মহাপরিচালক জুবাইদা উমর জানান, একটি নৌকা ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে গোরোনিও বাজারে যাচ্ছিল, পথে সেটি উল্টে যায়। এ পর্যন্ত প্রায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি ৪০ জনেরও বেশি যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার তৎপরতা চালাতে সোকোতো অফিস থেকে ঘটনাস্থলে একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
বর্তমানে সোকোতো প্রদেশে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও নেমার যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
নাইজেরিয়ায় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে নদী ও হ্রদ প্লাবিত হয়ে যায়। তখন নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের আগস্টে সোকোতো রাজ্যেই একই ধরনের একটি দুর্ঘটনায় অন্তত ১৬ কৃষক প্রাণ হারান।
তারা কাঠের নৌকায় চড়ে ধানক্ষেতে যাচ্ছিলেন। এ ছাড়া গত মাসে উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশে প্রায় ১০০ যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেলে অন্তত ১৩ জন মারা যান। এ ছাড়া আরো অনেকে নিখোঁজ হন। এর মাত্র দুই দিন পর, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে খেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে ছয় কিশোরী মেয়ে নৌকাডুবিতে ডুবে যায়।
সূত্র : আলজাজিরা