
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহের ছাতিয়ানতলায় ভূমিদস্যুদের পেটে যাচ্ছে ফসলি জমির মাটি। গ্রামের মাঠ থেকে মাটি কেটে নেয়া হচ্ছে ইট ভাটায়। এতে শত শত বিঘা ফসলি জমির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ছে।
একই সঙ্গে উর্বরতা হারিয়ে অনাবাদি হয়ে পড়ছে আবাদি জমি। জমির টপসয়েল কেটে নেওয়ায় ব্যাপকহারে ক্ষতিগ্রস্থ হচ্ছে আবাদী জমি । ফসল ফলানো যেমন বাধাগ্রস্থ হচ্ছে তেমনি অন্যান্য জমিতে চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলছে কৃষক।
গ্রামের কৃষকরা গণ স্বাক্ষর করে প্রশাসনের কাছে অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। ছাতিয়ানতলা কানাইডাঙ্গা সড়কের পাশে নোংরাসোতার মাঠে ভেকু মেশিনের মাধ্যমে ট্রাক দিয়ে ফসলি জমির মাটি ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। জমির মালিকরা না বুঝেই তা ইট ভাটার মালিকদের কাছে বিক্রি করছেন।
কানাইডাঙ্গার আফসার ভুসকির ছেলে মতিয়ার এ মাটি কেটে পুকুর খনন করছে। এতে পাশের জমির কৃষকদের ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসব মাটি খেকো ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসীসহ সচেতন মহল।

								
				
