নামহীন বন্ধন – জান্নাতুন নাহার নূপুর

 

কিছু কিছু সম্পর্কের নাম হয় না
কোন সমীকরণেই সমাধান করা যায় না
চিরকাল কিছু সম্পর্ক অসমাধান থেকে যায়
কাছে থাকার ইচ্ছে থাকলেও দূরে সরে যেতে হয়
ভালোবাসায় পূর্ণ নিলয়ে বাঁধ দিতে হয়
কখনো কখনো নিজের সম্পত্তি জানা সত্ত্বেও অন্যের হাতে তুলে দিতে হয়।

শান্তি পাই এই ভেবে;
এক ঘরে এক সাথে না থাকলেও
এক আকাশের নীচে আছি
প্রতিদিন সকালে দুজনে একই সূর্য দেখি
প্রতিরাতে দুজনে একই চাঁদের রুপ দেখি
কখনো কখনো একই আঁধারে ডুবে যাই
অথবা দূরের তারা কে তুমি ভেবে গল্প করি
বেঁচে থাকার গল্প
গল্প করি কিছু নামহীন সম্পর্ক নিয়ে!