নিচু রাখো চোখ – মাওলানা তাজুল ইসলাম নাহীদ

 

ভালো কাজে শান্তি লাগে
শীতল করে মন,
তাইতো সবাই পূণ্য করতে
আজি করো পণ।

মহৎ কর্মে রাসুল খুশি
আরো খুশি রব,
করবো না আর গোনাহ কেহ
নেকি করবো সব।

পাপ করিলে হায়াত কমে
মন্দ বলে লোক,
ভালো তুমি হতে চাইলে
নিচু রাখো চোখ।

এর বিপরীত করলে কেহ
জ্বলবে দোজখ পর,
শাস্তি পাবে সেথায় আহা!
সারা জীবন ভর।

স্বর্গ সুখের আবাস চাইলে
করো ভালো কাজ,
বিনিময়ে করতে পারবে
ওপার গিয়ে রাজ।