
জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষনা করার পর দশর্না পৌর বিএনপি নিবার্চন কমিশনকে অভিনন্দন জানিয়ে দশর্নায় আনন্দ মিছিল করেছে।
শুক্রবার সন্ধ্যায় দশর্না সরকারি কলেজের সাবেক জিএস ও দশর্না বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল ও দশর্না পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বযক কমিটির সদস্য ইকবাল হোসনের নেত্রীত্বে এ আনন্দ মিছিলটি বের হয়।
দশর্না পুরাতন বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে দশর্না শহর প্রদক্ষিণ করে। মিছিলে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয় এবং জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নিবার্চন কমিশনকে দশর্না পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জনানো হয়।
এ সময়ে মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি’র আরিফ উজ্জামান আরিফ, অপু সুলতান, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুবদলের নেতা ইকবাল হোসেন, দশর্না কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ইকবাল, মৎসজীবি দলের সদস্য সচিব শাহীন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিতি ছিলেন, নসীর উদ্দীন, আব্দুল জলিল ও রবিউল ইসলাম রবি প্রমুখ।


