নিশ্চুপ মনের কথা – ইনজামুল চৌধুরী (সৌভিক)

এক বুক ভরা কষ্টের খোলসে মোড়ানো এই ভাঙ্গা হৃদয়।
স্বাধীন নয়, পরাধীন এক অভিশপ্ত জীবনের পথ টানে।
নিজের নয় অপরের বেঁধে দেওয়া নিয়ম
যা আমায় লোভের পথে টানে।
নিজের মস্তিষ্কে ভাবনার জাল বোনা নয়,
অপরের বুনানো জাল নিজের কাঁধে
বয়ে বেড়ানো টাই নাকি বুদ্ধিমানের পরিচয়?
এটাই কি তবে জীবন?
না! আমি মানি না এই শ্বাসরুদ্ধকর জীবন।
নিখিল এই বিশ্বজগতে নিজের ভাবনার
বাস্তব রূপ দিতে চাই মানবের মাঝে।