নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়, ন্যূনতম বেতন ৮২৫০ টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট। এ অধিদপ্তরের ২৫টি পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম:
ব্যবস্থাপনা উপদেষ্টা, ঊর্ধ্বতন সম্পাদক, সহযোগী ব্যবস্থাপক উপদেষ্টা, গবেষণা কর্মকর্তা, প্রধান সহকারী, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, প্রজেক্টর অপারেটর, ইলেকট্রিশিয়ান, এলডিএ কাম কম্পিউটার অপারেটর, রেকর্ড কীপার, ফটোগ্রাফার, অভ্যর্থনাকারী, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ফটোকপি অপারেটর, পাম্প চালক (পাম্প অপারেটর), বাবুর্চি (পাচক), রুম অ্যাটেনডেন্ট, হেলপার, মালী, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নকর্মী।

পদ সংখ্যা: ২৫টি পদে সর্বমোট ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমান পাস/উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে লিখিত/টাইপকৃত আবেদন করতে হবে।

ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ইনিস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭।
আবেদন ফি: এক থেকে চার নম্বর পদের জন্য ১০০০/-টাকা ও পাঁচ থেকে ২৫ নম্বর পদের জন্য ৭০০/-টাকা।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২০।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন ২৭ ফেব্রুয়ারি, ২০২০।