নীরবেই অবসরে গেলেন স্যামুয়েলস

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিরোপাজয়ী দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ স্কোরার মারলন স্যামুয়েলস। এক সময়ের তারকা এ ক্রিকেটার অনেকটা নীরবেই বিদায় বললেন।

ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফোকে এমন তথ্য নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানান, গত জুনেই স্যামুয়েলস বোর্ডকে তার অবসরের ব্যাপারটি জানায়। ফলে ২০১৮ সালের বাংলাদেশ সফরই এই ডানহাতির ক্যারিয়ারের শেষ হয়ে থাকলো।

সফলতা ও বিতর্কের সমন্বয়ে গড়া স্যামুয়েলস ক্যারিয়ারে অনেক কিছু দেখেছেন। ২০১২ কলম্বোর টি-টোয়েন্টি ফাইনালে নেমে শুরুটা বেশ ধীরেই করেছিলেন তিনি। প্রথম ৩২ বলে মাত্র ২০ রান তোলেন। ক্যারিবীয়ানরা প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৩২ করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিধ্বংসী হয়ে ওঠেন স্যামুয়েলস। লাসিথ মালিঙ্গা ও অজান্তা মেন্ডিসের মতো তারকাদের ছাতু বানান। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭৮ রান করেন। পরে স্পিন বোলিংয়ে ৪ ওভারে ১৫ রানে একটি উইকেট নিয়ে দলের শিরোপা নিশ্চিত করেন।

সূত্র- বিডি-প্রতিদিন