সাতটা রং বেছে আমি আনবো একটা শাড়ি প্রেমে পড়েছি আমি তোমার কপালের ওই টিপের। এক গুচ্ছ চুড়ি তোমাকে এনে দেব আমি মনের মত বেনারশী মেচিং করে পড়বে তুমি নীল নীল বর্ণনীল সাজে সাজবে তুমি আজ কুচির বাজে রংটা যেন ভালো লাগার বাজ।