পকেটমার দলের সদস্য মোশাররফ করিম!

ক্যারিয়ারে কখনো চোর, কখনো মানবহিতৈষী, কখনো পাড়ার মাস্তান, কখনো বা বোকাসোকা মানুষ-এ রকম নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত মোশাররফ করিম। এবার তিনি নাটকে ক্যানভাসার চরিত্রে হাজির হচ্ছেন। যেখানে তিনি আসলে পকেটমার গ্রুপের একজন সদস্য। নাটকের নাম ‘রঙিলা’। এটি পরিচালনা করেছেন যুবায়ের ইবনে বকর। প্রযোজনা করেছেন সিএমভি।

নাটকের গল্পে দেখা যাবে, দলের দুই সদস্যকে নিয়ে গ্রামে-গঞ্জে লায়লা নাচ-গানের পাশাপাশি বিভিন্ন পণ্য ফেরি করে বেড়ায় মোশাররফ। মূলত সে ক্যানভাসার। তার দলে একটি মেয়ে নাচে। সে ক্যানভাস করে, আরেকটি ছেলে উপস্থিত দর্শকদের পকেটমারায় ব্যস্ত থাকে। এভাবেই চলতে থাকে তাদের ব্যবসা। কিন্তু দলে বিভেদ তৈরি হয় নৃত্যশিল্পীকে নিয়ে। দলের সদস্য ক্যানভাসার ও পকেটমার দুজনেই মেয়েটিকে প্রেমিকা হিসাবে দাবি করে। এ নিয়ে তৈরি হয় ঝামেলা।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্প কৌতুকধর্মী হলেও বাস্তবে কিন্তু এ রকম ঘটনা হরহামেশাই ঘটে। মানুষকে ঠকিয়ে সব কেড়ে নিচ্ছে প্রতারকরা। সেটাই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনয় করে ভালো লেগেছে। আমার বিশ্বাস, দর্শকও নাটকটি দেখে সচেতন হবেন।’ নাটকটি শিগ্গির প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। এদিকে মোশাররফ করিম বর্তমানে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত আছেন।