মুজিবনগরে চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুজিবনগরে চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার দিনব্যাপী ৪ ইউনিয়নের সকল পার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।৪ ইউনিয়নে প্রতীক পেলেন যে সকল প্রার্থীরাঃ
১। বাগোয়ান ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছে বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক ।অপরদিকে নৌকার বিপক্ষে সতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতিক পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক চেয়ারম্যান আয়ূব হোসেন।
২। মোনাখালী ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছে মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম অপা।অপরদিকে নৌকার বিপক্ষে সতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদন্ধীতা করছেন ৩ জন প্রার্থীদের ।
তারা হলেন,মোনাখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ পেয়েছেন ঘোড়া মার্কা,ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম পেয়েছেন আনারস ও মাহাবুবুর রহমান পেয়েছেন মটরসাইকেল মার্কা।
৩।দারিয়াপুর ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হক খোকন।অপরদিকে নৌকার বিপক্ষে সতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদন্ধীতা করছেন ৪ জন পার্থী।
তারা হলেন,বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল পেয়েছেন অটোরিক্সা,আবুল কাশেম পেয়েছেন মটরসাইকেল,মনজুরুল হক চশমা,মোয়াজ্জেম হোসেন পেয়েছেন আনারস মার্কা।
৪।মহাজনপুর ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছেন মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান নান্নু।
অপরদিকে, নৌকার বিপক্ষে সতন্ত্র পার্থী হিসাবে প্রতিদন্ধীতা করছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু পেয়েছেন আনারস,তোফাজ্জেল হোসেন পেয়েছেন মটরসাইকেল ও মিসকিন মোহাম্মদ পেয়েছেন ঘোড়া মার্কা।
এদিকে ৪ টি ইউনিয়নে মেম্বার পদে প্রতিক বরাদ্দ পেয়েছেন মোট ১৭৮ জন প্রার্থী।উল্যেখ্য, আগামী ১১ নভেম্বর ৩য় ধাপে মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।