সুন্দর একটা ঘর সুন্দর একটা বাড়ি, সুখ আনন্দের পরিবার চায় ছোট সোনামনি।
ভাল মা-বাবা, ভাল ভাই-বোন ভাল নানা-নানী। ভাল দাদা-দাদী থাকবে তারা সৎ, বলবেনা মিথ্যা। তাদের দেখে বলব আমি, সদা সত্য কথা। সবার ছাড়া-অনেক বেশি হবে মোর সততা।