খোকা যাবে পরীর দেশে মাথায় নিয়ে ঝুড়ি, দেখবে খোকা পরীর দেশে দেখবে চেংড়া বুড়ি!
ঝুড়ির ভেতর হরেক রকম থাকবে মজার খাবার, ছোট্ট পরী কাছে এলে দিবে একটা দাবাড়!
কতোই রকম করবে মজা ভাবে খোকা বসে, পরীর দেশে যাবেই খোকা মন বিলাতে কষে!