পর্দা উঠলো মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের

পর্দা উঠলো মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টের

মেহেরপুর সরকারি কলেজ মাঠে গতকাল শুক্রবার বিকালে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উম্মোচিত হলো মেহেরপুরের ইতিহাসের সব চেয়ে বড় ফুটবলের আসর মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

উদ্বোধনী দিনে একদিকে খেলেছে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর ফ্রেন্ডস ফুটবল একাদশ বনাম আমঝুপি ইউনিয়নের চাঁদবীল শেরে বাংলা ফুটবল একাদশ।

মনোমুগ্ধকর উপস্থাপনা এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সাবেক কৃতি ফুটবলারদের সরব উপস্থিতিতে মেহেরপুরের ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় সৃষ্টি হলো।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় মেহেরপুর সরকারি কলেজ ফুটবল মাঠে জাতীয় পতাকা ও ফুটবল টুর্নামেন্টের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

এসময় পৌর মেয়র বলেন, অনেক জল্পনা কল্পনা ও বাঁধা বিপত্তি পেরিয়ে এ টুর্নামেন্ট শুরু হলো। এ ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে মেহেরপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ফুটবল খেলা ফিরে আসবে বলে বিশ্বাস করি।

আমন্ত্রিত অতিথি ছিলেন, মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, প্রবীন ক্রীড়াবিদ রমজান আলী, প্রবীন শিক্ষক আব্দুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, সাবেক কৃতি ফুটবলার আব্দুস সামাদ, প্রিমিয়ার সুইটস এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মাহবুবুর রহমান বকুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোর্স চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার সারোয়ার হোসেন মধু, চুয়াডাঙ্গার আরেক সাবেক কৃতি ফুটবলার হ্যাজি, মেহেরপুরের সাবেক কৃতি সাতারু হাফিজুর রহমান হাফি, সাবেক কৃতি ফুটবলার হিরক, আমিরুল ইসলাম অল্ডাম, আজমাইন হোসেন, কিসলুসহ অনেকে।

“মাঠে এসো খেলা হবে, কাপানো সেই হুংকারে” থিম সং আর মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের এই আসর।