পশুরাম পোদ্দার – রাজীব হাসান

পশুরাম পোদ্দার
গায়ে বেশি জোর তার
খায় দায় ঘুম যায়
করে শুধু হায় হায়।
কাজ নেই কাম নেই
শুধু কথা বলবেই
একা একা বকে যায়
মানুষেরা ঠকে যায়।
মুখে মুখে তর্ক করে
কাজ কম থাক পরে
বকবক করে দিন পার
করে পশুরাম পোদ্দার।
বাড়ি বাড়ি ছুটে যায়
যা পায় লুটে খায়
লুটেরাজ পোদ্দার
স্বভাবটা নিচ তার।