তোতা পাখি ধরতে খোকা বনের ধারে যায় , ফেরৎ এসে হাটে গিয়ে দুটি ছানা পায় ।
তোতা পাখির ছানা দেখে আনন্দ পায় সবে, এমন সুন্দর পাখি কেন বন্দি খাঁচায় রবে।
তোতা পাখির কথা যদি শুনতে তোমরা চাও, মজার মজার খাবার নিয়ে মোদের বাড়ি যাও ।