পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয় জয়ের স্বাদ নিল মুম্বাই

রোহিত শর্মার কাছে হেরে গেলেন লোকেশ রাহুল।

বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জয় ছিনিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ানস।

কাইরন পোলার্ড আর হার্দিক পান্ডিয়ার তাণ্ডবে পাঞ্জাবকে ১৯২ রানের টার্গেট ছুড়ে দেয় মুম্বাই।

মুম্বাইয়ের শেষ ৫ ওভারে যোগ করেছে ৮৯। প্রতি ওভারে ১৭.৮০ করে!

অথচ ১৫তম ওভারের সময় মুম্বাইয়ের রান ছিল ১০২। পাঞ্জাবকে বড় কোনো টার্গেট ছুড়ে দিতে পারবে না বলেই ধারণা ছিল অনেকের।

অথচ ২০ ওভার শেষে দেখা গেল টার্গের ২০০-এর কাছাকাছি। ক্রিকেটপ্রেমীদের মতে এটিই টি-টোয়েন্টির চরিত্র।

বৃহস্পতিবার রাতে আবুধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি ককের উইকেট হারায় মুম্বাই। ৫ বল খেলে শেলডন কটরেলের বলে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন।

সূর্যকুমার যাদবও ৭ বলে ১০ রান করেন মাত্র। ইশান কিশান অনেকটা টেস্ট মেজাজে ৩২ বল খেলে ২৮ রান করেন। এমন পরিস্থিতিকে সামলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৫ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি । যেখানে ৮টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার ছিল।

শেষ দিকে কাইরন পোলার্ড ২০ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া ১১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

এই দুই ব্যাটসম্যানের ঝড়ো ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে মুম্বাই ইন্ডিয়ানস।

শেলডন কটরেল, মোহাম্মদ শামি এবং কে গৌতম নেন ১টি করে উইকেট।

১৯২ রান তাড়া করতে নেমে ব্যর্থ হন পাঞ্জাব অধিপতি লোকেশ রাহুল ও দলের সেরা ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। রাহুল ১৯ বলে ১৭ রান ও আগারওয়াল ১৮ বলে ২৫ রান করে আউট হন।

করুন নায়ার শূন্য রানে ফেরেন। নিকোলাস পুরান ২৭ বলে ৪৪ রান করলে দল কিছুটা আশার আলো দেখে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ১১ রান করে ফিরলে ফের বিপর্যয়ে পড়ে চেন্নাই।

জিমি নিশাম (৭), সরফরাজ খান (৭), কে গৌতম (২২) ও রবি বিষনোই (১) রান করলে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

ফলে ৪৮ রানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই।
সূত্র- যুগান্তর