মাঠের পরে মাঠে আজি হলদে হাসির বান মেঠো পথে সুবাস ছড়ায় পাকা ধানের ঘ্রাণ।
ভোর বেলাতে শিশির ভেজায় পথের ধারের ঘাস পাড়ায় পাড়ায় চলছে এখন আনন্দ,উচ্ছাস।
কৃষাণ বধু বানায় পিঠা খেতে লাগে স্বাদ পিঠার স্বাদে মুগ্ধ কৃষাণ ভাঙে খুশির বাঁধ।