তাকধিনাধিন নাচছে ফড়িং মেলে দিয়ে পাখনা গাইছে সাথে পুবাল হাওয়া খুলে নিজের ঢাকনা।
শনশন করে হাওয়ায় উড়ে জংলি ফুলের লতা আলাপ করে মৌমাছিরাও বলছে দুঃখের কথা। লতার ফাঁকে টুনটুনিটার পেয়েছিলো দেখা পুবাল হাওয়ায় ঘর হারিয়ে বসে নীরব একা।