পুরনো উইন্ডোজ ডিভাইস হ্যাং মুক্ত করবেন যেভাবে

পুরনো উইন্ডোজ ডিভাইস হ্যাং মুক্ত করবেন যেভাবে

মাইক্রোসফট ১০ ও ১১ সংস্করণে অনেক নতুন অ্যানিমেশন যুক্ত হয়েছে। অ্যানিমেশনের কারণে অনেক সময় পুরোনো ডিভাইস হ্যাং করে। এই হ্যাং থাকার কারণে এখনও অনেকে আরও পুরোনো উইন্ডোজ সংস্করণে চলে যান। কিন্তু পুরোনো সংস্করণে সিকিউরিটি সংকট রয়েছে। তাই অনেকে হ্যাং রেখেই উইন্ডোজে থাকেন। এক্ষেত্রে অবশ্য একটি সেটিংস ফিচারই যথেষ্ট। সেটি কি?

প্রথমত, উইন্ডোজ সেটিংসে যেতে হবে। সেখানে ‘সিস্টেমস’ অপশনে যান। উইন্ডোজ সেটিংস থেকে ‘অ্যাডভান্স সিস্টেম সেটিংস’ নির্বাচন করুন। স্ক্রিনের ডানসাইডে ‘রিলেটেড সেটিংস’ নির্বাচন করুন। এবার ‘অ্যাডভান্সড সেটিংস ট্যাব’ চলে আসবে।

এই অপশনে ‘সেটিংস’ এ ক্লিক করুন। নতুন সেটিংস বারে ‘ভিজুয়াল ইফেক্টস’কে ‘কাস্টম’ নির্বাচন করুন। এখানে ‘অ্যানিমেট উইন্ডোজ হোয়েন মিনিমাইজিং অ্যান্ড মাক্সিমাইজিং’ টিকমুক্ত করুন। এভাবে আপনার উইন্ডোজ আর হ্যাং করবে না। পার্ফর্ম্যান্স বুস্ট হবে।

সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস