পৃথক অভিযানে মহেশপুর সীমান্তÍ থেকে ভারতীয় মদ এবং গাজা আটক

ঝিনাইদহের মহেশপুর (৫৮ বিজিবি) বিভিন্ন বিওপি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় মদ এবং গাজা উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাত ৩টার দিকে মহেশপুর (৫৮ বিজিবি) এর অধিনস্ত বেনীপুর বিওপির হাবিলদার নজরুল ইসলাম এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইনের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বেনীপুর বাজারের পাশে পাকা রাস্তার নিকট হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপর দিকে মেদিনীপুর বিওপির হাবিলদার অখিল কুমার এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর বাশঝাড়ের মধ্যে হতে মালিকবিহীন ৩৮ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়া রবিবার বেলা ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সামান্তা বিওপির হাবিলদার সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের মাঠের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০৯ কেজি ভারতীয় গাজা আটক করে।