পেঁয়াজ চুরির সালিশে মারধর, অপমানে বৃদ্ধার আত্মহত্যা

পেঁয়াজ চুরির অভিযোগে সালিশ ডেকে মারধর করা হয় এক বৃদ্ধ নারীকে। এ অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

গত শনিবার ভারতের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মাঝিয়ারি এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মঘাতী ওই নারীর নাম মিনতি দেবী (৬৪)।

নিহতের মেয়ের অভিযোগের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, বাড়িতে একা থাকতেন মিনতি দেবী। অভাবের কারণে বাজারে কুড়িয়ে পাওয়া সবজি দিয়েই ক্ষুধা মেটাতেন।

১৫-২০ দিন আগে তার বিরুদ্ধে পেঁয়াজ চুরির অভিযোগ তুলে সম্প্রতি সালিশ ডাকেন স্থানীয়রা।

ওই সালিশে তাকে নির্মম অত্যাচার করা হয়। এই অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিনতি।

তবে বৃদ্ধার মেয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ননী গোপাল মণ্ডল।

তিনি বলেন, ‘সালিশি সভায় ওনাকে ডাকা হয়েছিল। কিন্তু কোনো অত্যাচার করা হয়নি। এ কাজ যেন তিনি ফের না করেন, সেটিই বোঝানো হয়েছিল।’

কালিয়াগঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, বৃদ্ধার মেয়ে সালিশি সভায় অত্যাচারের বিষয়টি জানিয়েছেন। তবে কোনো লিখিত অভিযোগ দেননি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

সুত্র-যুগান্তর