প্রকৃতির খেয়াল সন্ধ্যা থেকে আকাশ হয়ে ওঠে রক্তাক্ত লাল

গত এক সপ্তাহের বেশি সময় ধরে গুমোট আবহাওয়া ও প্রচন্ড গরম চলছে। বৃষ্টির দেখা নেই একটুও।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে সূর্যের তীব্র তাপদাহ। প্রখর রোদে বাইরে বের হওয়া ছিল কষ্টকর। শুধু মানুষ নয়, প্রাণীকুল ও প্রকৃতিও ছিল যেনো অস্বস্থিতিতে।

সন্ধ্যা নামার সাথে সাথে পশ্চিম আকাশ লালচে রং ধারণ শুরু করে। এক পর্যায়ে পুরো আকাশ যেনো রক্তাক্ত হয়ে ওঠে। সন্ধ্যার চিরায়ত সেই রং ও রুপ বদলিয়ে এ যেনো প্রকৃতির এক অন্য চেহারা ধারণ। আকাশের এই রুপ বৈচিত্র দেখতে মানুষ ঘরের ছাদে ও ফাঁকা স্থানে বেরিয়ে দেখতে থাকে। সবার মধ্যেই নানা ধরণের মন্তব্য শুরু হয়।

সত্তর বছর বয়সী খুশি বেগম বলেন, আমি আমার জীবনে আকাশের এ ধরনের রুপ দেখিনি। আকাশের এই রুপ দেখানোর কারণ কি বুঝতে পারছিনা।

সাংবাদিক ইয়াদুল মোমিন ও রাশেদুজ্জামান বলেন, এটা প্রকৃতির একটি খেয়াল। মাঝে মধ্যে প্রকৃতি তার চিরায়ত রুপ পাল্টায়।

সাংবাদিক মাহাবুব চান্দু বলেন, সন্ধ্যা থেকেই পশ্চিম আকাশ রক্তাক্ত লাল বর্ণ ধারণ করে। প্রকৃতিবিদরাই ভাল ব্যাখ্যা দিতে পারবেন। তবে, এমন রুপ আগে কখনো দেখিনি আমি।

সাংবাদিক মহসিন আলী বলেন প্রকৃতির অপরুপ খেলা বোঝা বড় দায়। এর পিছনে কোনো কারণ আছে। তাই আমাদের বেশি বেশি করে আল্লাহকে স্বরণ করা উচিৎ।