প্রজ্বলিত – শরীর নূরআলম

প্রজ্বলিত হিংস্রতায় বিনষ্ট হচ্ছে অংকুরিত সবুজ প্রাণ
পিকাসোর তুলিতে বুকের চাঁদমারিতে
কেবলই আঁচড় টেনে যাচ্ছে বুলেটেরর শব্দ।
আগামী ফসলের ফলন্ত উদ্বেগী প্রত্যাশায়
স্নানোত্তর বাসন্তী ফুলেরা মাটিতে লুটিয়ে
হতাশায় দেখে বাড়ন্ত বীজের শরীর।
সাজছে সুগন্ধি লেবাসে মনোরমা
মেঘভাঙ্গা রোদে প্রজ্বলিত শরীর
খুঁজছে কালবৈশাখ
এগারোই জৈষ্ঠ্য
স্থপতি হয়ে কবিতার উর্বর ভূমিতে
রোপন করবে সূর্যের বীজ
আগামী দিন জন্ম নেবে সবুজ অংকুরে জলন্ত শরীর।