প্রথমবারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন বনমাতি

প্রথমবারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন বনমাতি

প্রথমবারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন আইতানো বনমাতি। চলতি বছরের আগস্টে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে বড়সড় অবদান রাখার জন্য এই পুরস্কার জেতেন তিনি। সেই টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জয় করে নেন স্পেন ও বার্সেলোনার এই মিডফিল্ডার।

স্পেনের বিশ্বকাপ জয়ে অবদানের পাশাপাশি বার্সেলোনার হয়েও গত মৌসুমে দারুণ পারফরমেন্স করেছেন বনমাতি। লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২১টি।

এদিকে, অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের জন্য এই পুরস্কার নিজের কাছে বহাল রাখেন তিনি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

সূত্র: শিনহুয়া, ভিএন এক্সপ্রেস