প্রথম আলোর সাংবাদিক করোনায় আক্রান্ত, প্রধান কার্যালয় বন্ধ

জাতীয় দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় পত্রিকাটির প্রধান কার্যালয় কার্যত বন্ধ রাখা হয়েছে।

অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি জানিয়েছে পত্রিকাটি।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন প্রথম আলোর ওই সংবাদ কর্মী। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ থেকে পত্রিকাটি প্রকাশের সব কাজ বাসা থেকে সম্পন্ন করবে।

প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে। সূত্র-ভোরের পাতা