
এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে অন-ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে লিখলেন নতুন ইতিহাস।
ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠের দুই আম্পায়ারের একজন সৈকত। তার সঙ্গে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।
অ্যাশেজে আগেও আম্পায়ারিং করেছেন সৈকত, তবে সেটা মাঠে নয়, টিভি আম্পায়ার হিসেবে। পার্থে প্রথম টেস্টে প্রযুক্তিনির্ভর দায়িত্ব কাধে নিয়েছিলেন তিনি। সেখানেই হয় এক বড় বিতর্ক।
ব্রেন্ডন ডগেটের বলে জেমি স্মিথকে নট আউট দিয়েছিলেন অন-ফিল্ড আম্পায়ার নিতিন মেনন। কিন্তু ডিআরএসে স্নিকোমিটারে স্পাইক দেখে সিদ্ধান্ত বদলে আউট দেন টিভি আম্পায়ার সৈকত। নিয়ম অনুযায়ী যথেষ্ট প্রমাণ থাকলে অন-ফিল্ড সিদ্ধান্ত বদলানো যায়, সেই ব্যাখ্যাতেই টিকেছিলেন তিনি। তবুও মাঠে উপস্থিত ইংলিশ সমর্থকদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।
তবে সিরিজের বাকি তিন ম্যাচে থাকছেন না তিনি। অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে দায়িত্ব পালন করবেন নিতিন মেনন, জেফ ক্রো, আহসান রাজা ও ক্রিস গ্যাফানি।
উল্লেখ্য, পার্থে প্রথম টেস্ট দুই দিনেই শেষ হয়েছিল। প্রথম দিনেই পড়ে ১৯ উইকেট, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া আট উইকেটে টেস্ট জিতে সিরিজে ১–০ তে এগিয়ে যায়।
সূত্র: কালের কণ্ঠ