প্রথম যেদিন বাবা বলে ডেকেছিলো খোকা, খুশবু মেখে এসেছিলো ফুল কলিরা একা।
দূর থেকে ঐ চাঁদমামা দিলো এসে চুম, রাত্রীকালে বাবার বুকে দেবে তুমি ঘুম।
মহাসুখে গাইলো পাখি মধূর সূরে গান , তুই যে আমার বেঁচে থাকার এই হৃদয়ের প্রাণ