প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে বোলিংয়ে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা। এখনো পর্যন্ত ৪টি শিরোপ জিতেছে তারা। ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৩ বিপিএলের পরে এবারও ফাইনালে উঠেছে দলটি। এবার জিতলে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বাদ পাবে লিটন দাসের দল।
অন্যদিকে এখনো পর্যন্ত বিপিএলের শিরোপা জিততে পারেনি বরিশাল। এর আগে তিন বার ফাইনালে উঠেছিল দলটি। যেখানে ২০১৫ ও ২০২২ সালে এই কুমিল্লার বিপক্ষেই শিরোপা হারিয়েছিল দলটি। তবে এবার কুমিল্লাকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলতে যায় তামিমের দল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাইদুল ইসলাম অঙ্কন, তৌহিদ হৃদয়, জাকের আলি, জনসন চার্লস, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রোহানাত বর্ষণ।
ফরচুন বরিশাল একাদশ: মেহেদি হাসান মিরাজ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, ওবেড ম্যাকই, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম।
সূত্র: ইত্তেফাক