ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রবাসী এক যুবকের লাশ এসে পৌছেছে নিজ গ্রাম খলিশাকুণ্ডুতে।
শনিবার (৩০ আগষ্ট) সকালে এই মরদেহটি পৌছালে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। মরদেহটি ওই গ্রামের মানোয়ার হোসেনের পুত্র রুবেলের বলে জানান স্বজনরা।
একটু সুখের আশায় গত রমজানের শুরুর দিকে রুবেল সৌদি আরব প্রবাসী হন। দুই সস্তানের জনকের এই অকাল মৃত্যুতে পুরা পরিবার জুড়ে হতাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা নেমে এসেছে।
স্বজনরা জানান, রুবেলের সহকর্মী ঝিনাইদহের শৈলকূপা'র প্রবাসী গোলাম মোওলা তাদের কাছে প্রথমে গত ১৬আগস্ট ফোন করে জানান রুবেল অসুস্থ, তারপরের দিন ১৭ আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় মৃত্যুর সংবাদ দেন। এসব কথা বলেন রুবেলের শ্যালক আরাফাত হোসেন। তিনি আরো জানান তাদের পরিবার সমস্থ খরচ বহন করে এনজিও থেকে ঋন করে দুলাভাইকে বিদেশ পাঠিয়েছিলাম।
পরিবার সূত্রে আরও জানা যায়, রুবেল একটি বিল্ডিংয়ের কাজে নিয়োজিত ছিলো। কাজ করার সময়ে ক্রেনের ধাক্কায় ওয়াল চাপা পড়ে তার অকাল মৃত্যু হয়। বিদেশের মাটিতে রুবেলের মৃত্যুর ১৩পর ৩০ আগষ্ট শনিবার পরিবারের কাছে লাশটি এসে পৌছায়। জানা যায় ওই পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাকে হারিয়ে পরিবারটি গভীর ভাবে শোকাহত ও সংকটে পড়েগেল।
এবিষয়ে তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন।