
প্রবীণ হিতৈষী সংঘ, মেহেরপুর জেলা শাখার আহ্বানে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে নির্বাচন পরিচালনা করেন নুরুল আহমেদ। নির্বাচনে সমসংখ্যক প্রার্থী থাকায় এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সর্বসম্মতিক্রমে সকল প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সভাপতি: মো. আব্দুল কালাম, সহ-সভাপতি: মো. রফিক উল আলম, মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক: বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুস সামাদ, সাইদুজ্জামান খান সেন্টু, অর্থ সম্পাদক: আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক: প্রফেসর আব্দুল মমিন, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক: মীর রওশান আলী, প্রচার প্রকাশনা, তথ্য ও গবেষণা সম্পাদক: মো. আমান উল্লাহ, নির্বাহী সদস্য: আব্দুস সালাম, মো. আশাবুল হক, মো. খালেদ সাইফুল্লাহ, মো. ফজলুল হক, মো. ইউছুফ হোসেন, আল তাজ, মো. মমতাজ উদ্দিন এবং হিতেন্দ্রনাথ বিশ্বাস।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. মাহাতাব আলী ও অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমানের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।