মুজিব মানে একটি দেশের স্বাধীনতার স্মৃতি পদ্মা মেঘনা তোমার আঁকা তুমি অমর কৃতি।
একটি ডাকে এনে দিলে সবুজ সোনার ভুমি একটি ভাষণ দেশ পেরিয়ে শান্তি দিলে তুমি।
বাংলা মায়ের প্রানটি তুমি ইতিহাসের সেরা তুমি হলে সচল নদী স্বাধীনতার ঘেরা।