প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে প্যানেল বাস্তবায়ন কমিটি।
সেই সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার পাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে কমিটি।
সোমবার সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনের নেতৃত্ব দেয় প্যানেল বাস্তবায়ন কমিটির মেহেরপুর জেলা শাখার সভাপতি ফিরোজ আহম্মেদ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর মুজিববর্ষের প্রতিশ্রুতি ছিল কেউ বেকার থাকবে না।
তারই প্রতিশ্রুতি অনুযায়ি ৩৭ হাজার চাকুরি প্রার্থীকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মেঘলা খাতুন, মাহফুজ গোলাপ, শারমিন আফরোজ, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

মেপ্র/এমএফআর