প্রিয় জন্ম ভূমি – মজনু মিয়া

শস্য শ্যামল রূপের বাংলা
আগেও ছিল বলে,
পাকিস্তানি কেড়ে নিতে
আসে দলে দলে।

বাঙালিদের শেষ করে দেই
এই ধারনা মনে,
একাত্তরের মার্চ মাসেতে
নেমে পড়ে রণে!

প্রিয় জন্মভূমি কি কেউ
ছেড়ে দিতে পারে?
রক্ত দেহে থাকতেনাতা
দেখবে কে বাহারে!

যার যাছিল তাই নিয়ে তো
নেমে পড়ে যুদ্ধে,
মরল বাংলার লক্ষ মানুষ
ভীষণ রকম ক্রুদ্ধে!

শেষ হাসিটা বাঙালিদের
পাকিরা নিরুদ্দেশ,
বিশ্ব মাথা উঁচু করে
আছে এই বাংলাদেশ।