পাখির দেশের খোকাখুকির ফুলের মতো মন, পড়ছে ছড়া দুখু মিয়ার দুলছে কাশের বন।
মাছ রাঙাটা কাটছে সাঁতার গাইছে দুখুর গান, তানপুরাটার মধুর তালে দিচ্ছে খুকি টান।
বিদ্রোহী বীর সেই কবিতা দেয়গো বুকে বল, সাহস নিয়ে সবাই পড়ে চলরে চলরে চল।