
তাপস কুন্ডু ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথের প্রীতি সমাবেশ অনুষ্ঠানটি ঝিনাইদহে দেবদারু এভিনিউ তে আয়োজন করা হয়। মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন ঝিনাইদহের সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আব্দুল হাই এমপি, সভাপতি জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি- জনাব সরোজ কুমার নাথ জেলা প্রশাসক, ঝিনাইদহ ।
জনাব মোঃ হাসানুজ্জামান চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ঝিনাইদহ ও জনাব মুনতাসিরুল ইসলাম, পুলিশ সুপার, ঝিনাইদহ। আলোচক- জনাব ড,বিএম রেজাউল করিম
অধ্যক্ষ, সরকারি কে সি কলেজ,ঝিনাইদহ। প্রীতি সমাবেশে শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ”র ফুলেল শুভেচ্ছা প্রদানের আগে জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ মহোদয়কে ঝিনাইদহ পৌরসভা নাগরিকত্ব প্রদান করেন পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি নাগরিকত্ব সনদ তুলে দেন তাঁর হাতে।
সেসময় পৌরসভার নাগরিকত্ব ব্যাজ পরিয়ে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল হাই এমপি। ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে এ প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।


