প্রেমশূন্য পৃথিবী – শিমুল হোসেন

ভালোবাসা এতো-

যন্ত্রনাদায়ক কেন? কেন দুঃখ ভরা?

ভালোবাসা কেন অস্ত্র অপেক্ষা ধারালো

প্রেমশূন্য অপুষ্টিতে ভোগে কেন ধরা?

ভালোবাসা কেন আজ করুন আগুন

কেন এতো আধুনিক, হয়েছে নির্লজ্জ?

ভালোবাসা কেন হলো এতো রঙচটা

কেনই বা রক্তেভেজা ধর্ষকের বীর্য?

ভালোবাসা হারিয়েছে আজ ভারসাম্য

বড্ড কমেছে পরিধি, ভুলে গেছে সজ্ঞা,

ভালোবাসা কক্ষপথ বিচ্যুত বিপথে

হৃদয়ে হৃদয়ে যেন লেগে আছে ঝঞ্ঝা।

পৃথিবীর ভূমি থেকে সপ্ত মহাকাশ

খোদার আরশ জুড়ে ছিলো প্রেমপূর্ণ;

নষ্ট মানুষের ভীড়ে, সে বাঁধন ছিঁড়ে

ভালোবাসা হলো আজ নর্দমায় চূর্ণ।

চলো করি চাষ, ভালোবাসা বারোমাস

মানুষ হোক -অবুঝ, পৃথিবী চিরসবুজ।