প্রেমের সাইরেন – বিল্লাল মাহমুদ মানিক

গল্পের বারান্দায় দাঁড়িয়েছিলাম
হাতে নিয়ে প্রণয়ের ফুল,
তুমি ছিলে পাশাপাশি
সাথে ছিল অনাগত সুখের মাস্তুল।

কখনো শান্তি ছিল
কখনো অশান্ত ঝড়,
কখনো আপন ছিলে
কখনো অপরিচিতা-পর।

আনন্দস্মৃতিরা বেঁচে থাক অনন্তকাল
মুছে যাক ব্যর্থতার সব দাঁড়ি, কমা,
ভালোবেসে পাথরে ফুটবে আবার ফুল
হৃদয়ের সিংহাসনে রবে তুমিই রানী, তিলোত্তমা।

আর সব ধ্বংস হয়ে যাক তুমি শুধু বসে থেকো
মুখোমুখি দেখিবার প্রিয়মুখ বনলতা সেন,
পৃথিবীতে নতুন করে হোক আবার প্রেমের আবাদ
দু’জন দু’জনার হৃদয়ে বাজাবো প্রেমের সাইরেন।