প্রেম হয়েছে শ্যামের – অভি দে শিবা

কৃষ্ণ রাজায় বংশী বাজায়
কদম ডালে বসে,,
রাধা রাণী মন মোহিনী
নৃত্য করে রসে।

বংশীর সুরে নন্দপুরে
ময়ূর পেখম মেলে,,
ধন্য সে হয় থাকেনা ভয়
কৃষ্ণ ঠাকুর পেলে।

কলসি কাঁখে নদীর বাঁকে
রাধা ছুটে আসে,,
সখী-গনে দেয় পাহারা
শ্যাম যে মুচকি হাসে।

কদম ডালে বসে কানাই
ডাকে রাধে রাধে,,
রাধা রাণী মন-মোহিনী
পড়ে প্রেমের ফাঁদে।

বৃন্দাবনে সবার মনে
জোয়ার আসে প্রেমের,
রাস-লীলাতে মাতলো সবাই
প্রেম হয়েছে শ্যামের।।