প্রোটিয়া তারকার সেঞ্চুরিতে লণ্ডভণ্ড পাকিস্তান

শাহীন আফ্রিদি, হাসান রউফ, হাসান আলিদের পাত্তাই দিলেন প্রোটিয়া তারকা রসি ভ্যান ডার ডুসেন।

পাক বোলারদের তুলোধোনা করে ৫১ বলে হাঁকালেন সেঞ্চুরি। তার এই টর্নেডো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পাকিস্তানকে বিপক্ষে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা।

বুধবার প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাক ব্যাটারদের সবাই কম-বেশি রান করেছেন। ১৯ বলে ১৯ করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। রাবাদার বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৫ রান করেন অধিনায়ক বাবর আজম।

তবে দুর্দান্ত খেলেছেন ফখর জামান। ২৮ বলে ৫২ রানের সাইক্লোন ইনিংস খেলে রিটায়ার্ড হার্ড হয়ে ফেরেন। ২০ বলে ২৮ রান করে রাবাদার বলে সাজঘরে ফেরেন অভিজ্ঞ শোয়েব মালিক। হাফিজ করে ১৩ রান।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান।

কিন্তু জবাবে ব্যাট করতে নেমে এতো বড় সংগ্রহকেও মামুলি বানিয়ে ফেলেন রসি ভ্যান ডার ডুসেন। যদিও শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ডি কক ও রেজাকে মাত্র ৬ ও ৭ রানে ফেরান ইমাদ ওয়াসিম।

কিন্তু এর পর ওয়ানডাউনে নেমে তাণ্ডব চালান রসি। অধিনায়ক টেন্ডা বাভুমাকে সঙ্গে নিয়ে চার-ছক্কার মেলা বসান।

৪২ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন বাভুমা। কিন্তু ব্যাট চালিয়ে যেতে থাকে রসি। ৫১ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০১ রান করেন তিনি।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৮ রানের। কিন্ত হাসান আলিকে পাড়ার বোলারের মতো পিটিয়ে ২২ রান নেন রসি।

২০ ওভারে স্কোরবোর্ডে ১৯০ রান জমা করে দক্ষিণ আফ্রিকা। ফলে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।