পড়ুয়া কোন সন্তান না থাকলেও শিক্ষা ভাতা নেন স্বাস্থ্য পরিদর্শক নাজমুল

মিথ্যা তথ্য দিয়ে সরকারি শিক্ষা ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে গাংনী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাজমুল হকের বিরুদ্ধে। অধ্যয়নরত কোন সন্তান না থাকলেও গত চার বছর ধরে মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা ভোগ করে আসছে।

জানা গেছে, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাজমুল হকের দুই মেয়ে আছে। যারা উভয়ই বিবাহিত জীবন যাপন করছেন। এমন অবস্থ্ায় সরকারি শিক্ষা ভাতা উত্তোলনের বৈধতা নাজমুল হকের নেই। এরপর বর্ষা নামের এক মেয়ের নাম দিয়ে বছরের পর বছর নিয়ে আসছে ভাতা।

এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হক বলেন, এমন কাজতো অনেকেই করে। আর আমিতো আমার ভায়ের মেয়ে বর্ষার দ্বায়িত্ব নিয়েছি। সেই হিসেবে আমি এই টাকা তুলতেই পারি। কত বছর ধরে টাকা তুলছেন জানতে চাইলে তিনি বলেন, আমি গত পাচঁ মাস ধরে টাকা তুলছি।

গাংনী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল আলম বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।