একদিন আমি থাকবো না এই ধরায় এঘর ওঘর কোথাও আমায় পাবেনা। পাখি গান গাইবে ঠিকই রাত দিন ঘুরবে ঠিকই, চাঁদ তারা থাকবে জানি কিন্তুু, আমার দেখা পাবেনা।
থাকবে শুধু আমার লেখা কালো কালির অক্ষরেরা, কোন এক বইয়ের পাতায়, শান্ত হয়ে পড়ে থাকবে কবিতারা।