এখন চলছে ফলেরই মাস ছেলে-মেয়ের প্রিয়, পারলে কিছু টাটকা ফলমূল তাদের কিনে দিও।
গ্রামের ছেলে-মেয়ে তারা তরতাজা ফল খেয়ে, সঠিক পুষ্টি ভিটামিন পায় গাছেরই ফল পেয়ে।
হাট বাজারে পাওয়া যায় ফল লিচু, লটকন ও জাম, আরো মিলে মজার যত কাঁঠাল, জামরুল ও আম।