পলাশ শিমুল কৃষ্ণচূড়ার আছে যত ডাল, ফাগুন এলে আমার দেশে সব হয়ে যায় লাল।
বর্ণমালা শহিদমিনার চোখের কোণে ভাসে, ফাগুন এলে অ আ ক খ মিটমিটিয়ে হাসে।
বাসন্তী রং প্রকৃতিতে ঝিলিক দিয়ে ওঠে, ফাগুন এলে বিশ্ববুকে বাংলায় কথা ফোটে।