পলাশ ফুলে ভ্রমর হাসে ফাগুন এলে বনে, গাঁদা ফুলের নানান রঙে আগুন লাগে মনে।
সরষে ফুলে মাঠের মাঝে হলুদে ছড়াছড়ি, গাছের ডালে হলুদ পাখি সাজছে যেনো পরি।
আম্র বনে মুকুল দেখে অলিরা ছুটে আসে, গুনগুনানি গানের সুরে মৌ মাছিরা হাসে।