ফাহিম হত্যাকাণ্ড নিয়ে পোস্ট দিলেন রুবেল

বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর হত্যার ঘটনায় তোলপাড় যুক্তরাষ্ট্র।

খুব দ্রুত গতিতে এগোচ্ছে চাঞ্চল্যকর এ হত্যা রহস্যের তদন্ত।

ইতিমধ্যে ফাহিমকে হত্যার অভিযোগে তার ব্যক্তিগত সহকারী হাসপিলকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।

আমেরিকান-বাংলাদেশি এই সফল উদ্যোক্তার হত্যাকাণ্ডে বিচলিত হয়ে পড়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনও।

ফাহিম সালেহ হত্যার বিচার চেয়ে রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল।

৩৩ বছর বয়সী সফল উদ্যোক্তা ফাহিম সালেহর ছবি দিয়ে রুবেল লিখেছেন– ‘ফাহিম সালেহ হত্যার সুবিচার চাই।’

তবে রুবেলের এমন পোস্ট নিয়ে সমর্থকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ কেউ এই পোস্টের জন্য রুবেলকে সমর্থন দিয়েছেন।

আবার অনেকেই লিখেছেন– ঘটনার এতদিন পর অপরাধী ধরা পড়ার পর এমন পোস্ট দেয়ার অর্থ নেই।

অনেকে আবার বলেছেন– যুক্তরাষ্ট্রে ঘটিত এক হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশে বসে ‘বিচার চাই’ বলে পোস্ট দেয়াটা হাস্যকর। নিজ দেশেই কত হত্যাকাণ্ড ঘটছে। সেগুলোর বিচার কজন চায়!

প্রসঙ্গত, গত ১৩ জুলাই ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে নিহত হন বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ।

পর দিন খণ্ড-বিখণ্ড অবস্থায় তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। গত ১৭ জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে ফাহিমের ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভো হাসপিলকে গ্রেফতার করে ম্যানহাটন পুলিশ।