ফি না দিলেও নীল টিক চিহ্ন ফিরিয়ে দিচ্ছে টুইটার

ফি না দিলেও নীল টিক চিহ্ন ফিরিয়ে দিচ্ছে টুইটার

কয়েক সপ্তাহ যাবত টুইটারের নীল টিক চিহ্ন নিয়ে অনেক আলোচনা চলেছে। এখন থেকে ভেরিফাইড হিসেবে নীল টিক চিহ্ন পেতে হলে প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। এই ফি নিয়েই অনেকের আপত্তি। কদিন আগে অনেক সেলিব্রিটির একাউন্টের নীল টিক চিহ্নও সরিয়ে নিয়েছে তারা। যারা সাবস্ক্রিপশন ফি আগেই দিয়েছে তাদের নীল টিক চিহ্ন ঠিকই রয়ে গেছে।

তবে ২০ এপ্রিল থেকে টুইটার ফের নীল টিক চিহ্ন ফিরিয়ে দিতে শুরু করেছে। সাবস্ক্রিপশন ফি না দিলেও এই টিক চিহ্ন পাওয়া যাচ্ছে। এক সপ্তাহের ভেতর প্রায় ১০ লাখ ইউজার তাদের ভেরিফিক্যাশন নীল টিকচিহ্ন ফেরত পেয়েছে। এদের মধ্যে লেখক নীল গেইম্যান, ফুটবলার রিয়াদ মাহারেজ, সংগীততারকা লিল নাস এক্স, জ্যানেল পারিস লং এবং টিভি উপস্থাপন রিচার্ড ওসমান রয়েছেন। সাবস্ক্রিপশন ছাড়াই নীল টিকচিহ্ন ফিরে পাওয়ার এই ঘটনায় অবাক অনেকেই। বিশেষত নীল গেইম্যান এক টুইটে লিখেছেন, ‘আমার নীল টিক চিহ্ন ফেরত এসেছে দেখে কৌতূহল জাগছে। আমি তো টুইটার ব্লু সাবস্ক্রাইব করিনি। আমি আমার ফোন নাম্বার দেইনি। এই জায়গাটা সত্যিই অসহনীয় হয়ে উঠছে।’

বিগত কয়েক দিন ধরে এত নাটকীয়তা ইলন মাস্ক ও তার কোম্পানিকে পিছিয়ে দিচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ একাউন্ট তাদের ভেরিফাইড নীল টিক হারানোতে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। তারা টিক মার্কের জন্য তিনটি আলাদা রঙ নির্ধারণ করেছিল। সরকারি প্রতিষ্ঠানের জন্য ধূসর, ব্যক্তিগত অ্যাকাউন্টে নীল আর বিশেষ অ্যাকাউন্টে সোনালী। তবে সাম্প্রতিক এই ঘটনায় ইলন মাস্ক জানিয়েছেন, ‘তিনি ব্যক্তিগতভাবে সবার হয়ে সাবস্ক্রিপশন ফি দিয়ে দিচ্ছেন। তার বন্ধুপ্রতীম অনেককেই তিনি নীল টিক চিহ্ন ফিরিয়ে দিয়েছেন।’

সূত্র: ইত্তেফাক