ফুল বাগান রাতারাতি হয়ে গেল ভেষজ বাগান!

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্লানিং) অধ্যাপক ডাঃ মীরজাদী সাবরিনা ফ্লোরা।

গতকাল বুধবার সকাল ১১ টায় ডাঃ ফ্লোরা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় তিনি ৪০ মিনিট স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেন। ডাঃ ফ্লোরা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোর, ইনডোর, ফ্লু কর্ণার, আইসিডি কর্ণার সহ বিশেষ কর্ণার গুলো পরিদর্শন করেন।

এদিকে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের আগমন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের ফুল বাগান রাতারাতি ভেষজ বাগানে পরিণত করেছেন কর্তৃপক্ষ। ফলে পরিদর্শনে অ-সন্তোষ প্রকাশ করেছেন অতিরিক্ত মহাপরিচালক ডাঃ ফ্লোরা।

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে একটি ভেষজ বাগান ছিল। যা কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ করতে গিয়ে কেটে ফেলা হয়। হঠাৎ করে ডাঃ ফ্লোরা পরিদর্শনে আসবেন এমন সংবাদে ভেষজ বাগান দেখাতে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা ফুল বাগানকে ভেষজ বাগানে পরিণত করা হয়েছে।

পরিদর্শনের এক ফাকে ডাঃ ফ্লোরা দেখতে আসেন সেই ভেষজ বাগান। প্রশ্ন তোলেন বরাদ্দের টাকা নিয়ে। বলেন, ভেষজ বাগান নাই। তাহলে বরাদ্দকৃত টাকা দিই কেন ?

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ বলেন, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগের পাইলটিং প্রজেক্ট পরিদর্শনে আসেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক। পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করলেও ভেষজবাগান নিয়ে অ-সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণের জন্য ভেষজ বাগান কেটে ফেলা হয়। এ জন্য ২০১৯ সালে বরাদ্দ আসে। এরপর আর কোন টাকা আসেনি।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণ কমল পাল সাগর, ডাঃ নির্ঝর সাহা, ডাঃ রমিজ উদ্দিন তপু প্রমুখ।