ফের সাইবার হামলা চালাচ্ছে রাশিয়া: মাইক্রোসফট

সোলারউইন্ডসের ওপর গত বছর সাইবার আক্রমণকারী দলটি ফের হামলার চেষ্টা চালাচ্ছে। মাইক্রোসফট এক ব্লগ পোস্টে দাবি করেছে, সাইবার হুমকিদাতা নোবেলিয়াম যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তর, থিঙ্ক ট্যাঙ্ক, পরামর্শক প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাকে (এনজিও) লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের ৯টি সরকারি সংস্থা আক্রান্ত হয়। এ হামলার পেছনে রয়েছে রাশিয়াভিত্তিক হ্যাকার দল নোবেলিয়াম।

হ্যাকার চক্রটি ২০২০ সালে সোলারউইন্ডসে সাইবার হামলায় জড়িত বলে জানাচ্ছে বিশ্বসেরা সফটওয়্যার কোম্পানিটি। গত ৭ মে কলোনিয়াল পাইপলাইনে র‌্যানসমওয়্যার হামলার পর এ বিবৃতি দিল মাইক্রোসফট।

মাইক্রোসফট বলছে, চলতি সপ্তাহে দেড় শতাধিক প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার ই-মেইল অ্যাকাউন্ট লক্ষ্য করে একাধিকবার সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকাররা এর মধ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রচারণাসংশ্নিষ্ট ই-মেইল অ্যাকাউন্টে ঢুকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর ফিশিং আক্রমণ চালায়। তবে নোবেলিয়াম নামে হ্যাকার দলটির আক্রমণের মূল লক্ষ্য মার্কিন প্রতিষ্ঠান হলেও বিশ্বের ২৪টি দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি এ আক্রমণের লক্ষ্যস্থল। সাইবার হামলার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক-চতুর্থাংশই আন্তর্জাতিক উন্নয়ন, দাতব্য ও মানবাধিকার কাজে সংশ্নিষ্ট।

এদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং ইউএসএআইডি পৃথক বিবৃতিতে বলেছে, তারা হ্যাকিং সম্পর্কে অবগত এবং এ বিষয়ে নিবিড় তদন্ত চলছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সোলারউইন্ডসে সাইবার হামলার ঘটনাটি গত ডিসেম্বরে প্রকাশ পায়। ওই হামলায় সোলারউইন্ডসের কয়েক হাজার সরকারি-বেসরকারি গ্রাহক প্রতিষ্ঠানের ডাটা উন্মুক্ত হয়ে পড়ে। মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাডফোর্ড স্মিথ এ হামলাকে ‘অত্যাধুনিক আক্রমণ’ হিসেবে বর্ণনা করেন। চলতি মাসে রাশিয়ার গোয়েন্দাপ্রধান অবশ্য সোলারউইন্ডসে হামলায় সংশ্নিষ্টতার কথা অস্বীকার করেন। সাইবার হামলার পেছনে রাশিয়া রয়েছে- যুক্তরাষ্ট্র-ব্রিটেনের এমন দাবিকে ভিত্তিহীন বলেছেন তিনি।