‘ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেলেন মেহেরপুরের মাসুদ রুমী

করোনা মহামারির কঠিন সময়ে সম্মুখ সারিতে দায়িত্ব পালনের জন্য ‘অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান কালের কণ্ঠ’র বিজনেস এডিটর মাসুদ রুমী।

তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের কৃতি সন্তান।

মহামারির প্রাদুর্ভাবকালে সম্মুখ সারির সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও সম্মান জানাতে এই অ্যাওয়ার্ড দিয়েছে ‘দি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ’ (অ্যামচ্যাম)।

গত ৭ আগস্ট কালের কণ্ঠে প্রকাশিত ‘মেঘ কাটছে অর্থনীতির’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

গতকাল রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অ্যামচ্যামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে এবং সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, মাস্টহেড পিআরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল। অনুষ্ঠানে অ্যামচ্যামের সাবেক সভাপতি, নির্বাহী কমিটির সদস্যসহ অ্যামচ্যাম ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।